যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা ঠেকাতে শিক্ষকদের অস্ত্র প্রশিক্ষণ

|

প্রতীকী ছবি

এবার স্কুলে বন্দুক হামলা ঠেকাতে শিক্ষকদের অস্ত্র প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্য প্রশাসন। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকদের ২৪ ঘণ্টার প্রশিক্ষণ দেয়া হবে আগ্নেয়াস্ত্র চালনার বিষয়ে। এর পাশাপাশি কীভাবে হামলাকারীকে প্রতিহত করা যায়, সেটিও শেখানো হবে শিক্ষকদের। এ সংক্রান্ত নতুন একটি আইন প্রণয়নের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানায় ওহাইও প্রশাসন। শিক্ষকদের পাশাপাশি স্কুলের কর্মীদেরও দেয়া হবে প্রশিক্ষণ।

যদিও এরইমধ্যে এই উদ্যোগের বিরোধিতা করেছেন ওহাইও’র শিক্ষক সমিতি। টেক্সাসের স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী এবং ২ শিক্ষক নিহত হবার পর এই উদ্যোগ নিলো প্রশাসন।

আরও পড়ুন: ভারতে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু

প্রসঙ্গত, গত ২৪ মে সকালে রব এলিমেন্টারি প্রাইমারি স্কুলে এলোপাতাড়ি হামলা চালায় এক বন্দুকধারী। এ সময় শিক্ষার্থীরা সবাই ক্লাসে ছিল। গোলাগুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক শিক্ষক এবং স্কুলের দু’জন কর্মী। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply