জার্মানিতে লাইনচ্যুত হয়ে ট্রেন উল্টে নিহত ৪, আহত ৩০

|

ছবি: সংগৃহীত।

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ওই ট্রেনে বেশ কয়েকজন শিক্ষার্থীও ছিলেন। তবে হতাহতের মধ্যে কোনো শিক্ষার্থী আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খবর ডয়েচে ভেলের।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) সকালে ১৪০ জন যাত্রী নিয়ে ট্রেনটি মিউনিখের দিকে যাওয়ার পথে গার্মিশ-পার্টেনকির্চেনের কাছে তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করছে প্রশাসন। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা গুরুতর। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। ট্রেনটির ভেতরে যারা আটকে পড়েছে তাদের জানালা দিয়ে বের করে আনা হয়েছে। উদ্ধার কাজে ব্যবহৃত হয়েছে হেলিকপ্টারও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply