ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় এমন সংবাদ প্রচারে সতর্ক হতে তথ্যমন্ত্রীর অনুরোধ

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

প্রতিবেশী দেশ ভারত নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয় এমন সংবাদ পরিবেশনের বিষয়ে আরও সতর্ক হতে সাংবাদিকদের অনুরোধ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই এসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলন ‘কানেকশনস ২০২২’ এবং বাংলাদেশ-ভারত সম্পর্কভিত্তিক রিপোর্টিং পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি।

এ সময় ভারত বিরোধিতা নিয়ে রাজনীতি করার সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন ইতিহাসের স্বর্ণালী সময় পার করছে। বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো মৌলিক বিষয়ে বিরোধ নেই জানিয়ে তিনি বলেন, সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে কাজ করছে দু’দেশের সরকার।

এ অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন নিয়ে করা সেরা ৩ প্রতিবেদনের জন্য পুরস্কার দেয়া হয়। ২০১৯-২০২১ সালের সেরা প্রতিবেদনের জন্য পান নিউজ টুয়েন্টিফোরের টিম আন্ডারকভার, প্রথম আলোর প্রতিবেদক রাহিদ এজাজ এবং নিউজ নাও এর প্রতিবেদক শামীমা দোলা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply