সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৫টি ইউনিট, দগ্ধ বেশ কয়েকজন

|

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। ইতোমধ্যে গুরুতর অবস্থায় ৮-১০ জনকে উদ্ধারকে হাসাপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ইতোমধ্যে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৯জন কর্মী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রাত সাড়ে ১২টার দিকে যমুনা টেলিভিশনকে জানানো হয়, তখন পর্যন্ত তারা পানির কোনো উৎস খুঁজে পাননি। নিজস্ব উৎস থেকে তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী ৫০ হাজার কনটেইনার আছে বলে জানা গেছে। তাতে রাসায়নিক দ্রব্যের কনটেইনারও রয়েছে। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের ঘটনা ঘটছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply