চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করতে আসছে সেনাবাহিনীর উদ্ধারকারী একটি দল। রোববার (৫ জুন) সকাল দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন।
আশরাফ উদ্দিন জানান, বিএম কন্টেইনার ডিপোর বর্জ্য একটি ড্রেন দিয়ে ভেসে যাচ্ছে। সেই ড্রেন একটি খালের সাথে সংযুক্ত যা সাগরে গিয়ে মিশেছে। ডিপোর কোনো বর্জ্য যাতে ড্রেন থেকে খাল হয়ে সাগরে না যায় এবং অন্যান্য আনুষঙ্গিক সহায়তা করার জন্য আসবে সেনাবাহনীর একটি টিম। সেনাবাহিনীর অফিসারসহ ১৫০ থেকে ২০০ জন সদস্য তাদের সরঞ্জামসহ এখানে শীঘ্রই আসবেন।
তিনি আরও বলেন, গত রাতে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সকল হাসপাতালের চিকিৎসক ও নার্স চলে এসেছেন। ওষুধেরও কোনো সমস্যা হয়নি, কারণ সরকারি ডিপো রাত্রে খোলা হয়েছিল। তবে, হাজার হাজার উৎসুক দর্শনার্থীদের কারণে চিকিৎসা দিতে সমস্যা হচ্ছিল বলেও জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোটিতে প্রায় পঞ্চাশ হাজার কন্টেইনার ছিল। রাত বাড়ার সাথে সাথে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ে। তবে আগুনের মাত্রা ক্রমেই কমে আসছে। তবে বেড়েছে ধোঁয়ার তীব্রতা।
Leave a reply