ঝড়-বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত কিউবা, নিহত অনন্ত ৩

|

তীব্র ঝড়-বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত ক্যারিবীয় দেশ কিউবা। সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে রাজধানী হাভানায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। নিখোঁজ রয়েছেন আরও একজন। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।

সোমবার (৩০ মে) মেক্সিকোতে আঘাত হানা হারিকেনের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলছিল দেশটিতে। এতে তলিয়ে গেছে বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট। উত্তরাঞ্চলীয় কৃষিনির্ভর এলাকাটিতে নষ্ট হয়ে গেছে বহু ফসল। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৮ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে দুর্যোগ কবলিত এলাকার বহু বাসিন্দাকে।

চলতি সপ্তাহেও বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। হাভানায় প্রায় ২ হাজার মানুষ তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে এবং শহরের আশেপাশের প্রায় ৫০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply