‘শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিভুক্তির প্রস্তুতি শেষ, আগামী সপ্তাহে ঘোষণা’

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

আগামী সপ্তাহের মধ্যে দুই হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৫ জুন) সচিবালয়ে আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এমপিওভুক্তির জন্য শিক্ষামন্ত্রণালয়ের সকল আনুষাঙ্গিক প্রস্তুতি শেষ হয়েছে। এ বছরের বরাদ্দকৃত অর্থ থেকে এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সুবিধা দেওয়া হবে, এবং চলতি অর্থবছর থেকেই তারা এ সুবিধার আওতায় আসবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়। পরে স্কুল-কলেজসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করলে সেটি যাচাই-বাছাইয়ের জন্য গত ৭ নভেম্বর ৯ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে সহায়তা করতে আরও চার সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে দুই হাজার ৬২২টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পর নতুন করে আর কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। নতুন অর্থবছরের বাজেটে প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ রাখার কথা বলা হয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ২০০ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply