ইংল্যান্ডের মাইনর কাউন্টি ক্রিকেট লিগে লালিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শনিবারও (৪ জুন) খেললেন ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংস।
কোয়ার্নডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩৬ বলে ৩২ চার ও ছক্কা হাঁকিয়ে এই রান করেন তিনি। এর আগে চলতি মৌসুমে লালিংটনের হয়ে ১টি সেঞ্চুরি ও ১টি ৯০ ঊর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। এবার তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন ইংল্যান্ডের ওয়াইস শাহ, পাকিস্তানের ইয়াসির আরাফাত এবং জিম্বাবুয়ের তাতেন্দা তাইবুকে।
আরও পড়ুন: ভারতকে টপকে সুপার লিগের টেবিলে তিনে আফগানিস্তান, শীর্ষে বাংলাদেশ
লালিংটনের হয়ে এদিন ওপেনিংয়ে নামেন আশরাফুল। তার সাথে নামেন অধিনায়ক পল ডসন। ২ রান করে তিনি ফিরে গেলে দাসখির নাউখেজের সাথে গড়েন ৪৬ রানের জুটি। যার মধ্যে ৪৩ রানই আশরাফুলের। এক পর্যায়ে লালিংটনের স্কোর দাঁড়ায় ৬৬ রানে ৭ উইকেট। সেখান থেকে দলের রান ২১৩ পর্যন্ত নিয়ে যান আশরাফুল। অর্থাৎ এ সময়ে দলের ৮৫ শতাংশ রান করেন তিনি। শেষ পর্যন্ত তার দল ২৬৮ রান তুলতে সক্ষম হয়।
জবাব দিতে নেমে ৩১ ওভার ৫ বলে ১২৫ রানেই অলআউট হয় প্রতিপক্ষ দল কোয়ার্নডন। ফলে ১৪৩ রানের জয় পায় লালিংটন।
জেডআই/
Leave a reply