ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিসের রাজধানী এথেন্সে

|

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিসের রাজধানী এথেন্সে। শনিবার (৪ জুন) শহরজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রশাসন। এ ঘটনায় ২০টি গাড়ি ও ৬টি হেলিকপ্টার নিয়ে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। খবর দ্য গার্ডিয়ানের।

স্থানীয় কর্মকর্তা জিয়ান্নিস কনস্টানটাতোস বলেন, পরিস্থিতি ভয়াবহ। দম বন্ধ হয়ে আসছে। আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দুর্ভাগ্যবশত, আগুন প্যানোরামার দিকে এগিয়ে যাচ্ছে।

শহরের দক্ষিণাঞ্চলে পাহাড়ের ঢালের বনভূমিতে সূচনা হয় দাবানলের। শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড বাতাসের তোড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে শহরের দিকে। এরই মধ্যে পুড়ে গেছে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন। প্রাণহানির ঝুঁকি এড়াতে সরিয়ে নেয়া হচ্ছে আশপাশের বাসিন্দাদের। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রশাসন। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

এর আগে গত বছর গ্রীষ্মে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়েছিল দেশটিতে। আগুনে পুড়ে যায় প্রায় আড়াই লাখ একর বনভূমি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply