সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাবির প্রশাসনিক ভবন অবরোধ

|

প্রশাসনিকি ভবনে অবরোধ।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছে কর্মরত সাংবাদিকরা। রোববার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়ে বিচারের দাবি করেন তারা। পরে দুপুর ১টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে স্লোগান দিতে থাকেন সংবাদকর্মীরা।

এদিকে, প্রায় আড়াই ঘণ্টা ধরে অবস্থানের পর সাংবাদিকদের সাথে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাবির সাংবাদিক নেতারা বলছেন, বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সম্প্রতি ছাত্রলীগের নেতাকর্মীরা তিনজন সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। প্রশাসন বিচারের আশ্বাস দিয়ে তদন্ত কমিটি গঠন করলেও তা কার্যকরী হচ্ছে না বলে দাবি তাদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply