পদ্মা সেতু উদ্বোধনে খালেদা জিয়াকে আমন্ত্রণে আইনি কোনো বাধা নেই: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক।

পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রনে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ জুন) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ১৪৬ তম রিফ্রেসার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞার শর্ত ছাড়া খালেদা জিয়া মুক্ত।

উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনা মহামারির মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান। ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে একাধিক দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন আর্থারাইটিসের ব্যথা, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply