পলাতক আসামির মামলা শুনবে না হাইকোর্ট

|

পলাতক কোনো আসামির মামলা শুনবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। আর এ ধরনের মামলা আনলে রুল জারি করা হবে বলেও জানিয়েছে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেন, পলাতক যেই হোক তার মামলা আনবেন না।

পলাতক আসামি দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করতে পারবে না, আপিল বিভাগের এমন রায় তারেক-জোবায়দার মামলায় রোববার (৫ জুন) শুনানির জন্য জমা দেয় দুদক। এ সময় হাইকোর্ট এসব মন্তব্য করে।

২০০৭ সালের ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয়। মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী পৃথক আবেদনে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করলে হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply