Site icon Jamuna Television

ইলেকট্রনিক পণ্যের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে শহরের মহিলা কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ বোতলে অর্ধেক করে ফেনসিডিল ও ৫৩টি ফেনসিডিলের খালি বোতল, ৭ বোতল সিনামিন সিরাপ ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার আড়পাড়া এলাকার সামাদ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ রকি ও আংশিক বলিড়াপাড়া এলাকার শান্তি বিশ্বাসের ছেলে রাসেল হোসেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই এই দোকানে মাদক ব্যবসা হয়ে আসছিল। ভয়ে কেউ মুখ খুলতে পারে না। রাতে আশেপাশের দোকান বন্ধ হলেও মধ্যরাত পর্যন্ত দোকান খুলে রেখে মাদক কেনাবেচা করা হতো।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক পণ্যের ব্যবসার আড়ালে তারা মাদক ব্যবসা করে আসছে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তারা সম্পর্কে দুই ভাইরা ভাই। ফেনসিডিলের খালি বোতল, ২টি বোতলে অর্ধেক করে ফেনসিডিল, ৫৩টি খালি বোতল, গাঁজা ও সিনামিন সিরাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/

Exit mobile version