চমেকের ৩ রোগীর অবস্থা আশঙ্কাজনক, দ্রুত ঢাকায় নেয়া দরকার: সামন্ত লাল সেন

|

ডা. সামন্ত লাল সেন।

চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে থাকা ৩ রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত ঢাকায় নেয়া দরকার বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন।

সোমবার (৬ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সীতাকুণ্ড ট্র্যাজেডিতে দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. সামন্ত লাল সেনসহ তিন সদস্যের বিশেষজ্ঞ দল।

ড. সামন্ত লাল সেন বলেন, যদি রোগীদের আত্মীয়স্বজন রাজি হয়, তবে তাদের ঢাকা নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া উচিত। কারণ, তাদের শরীর পুড়ে গেছে, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে কিন্তু শ্বাস নিতে অসুবিধা হবে। বার্ন আইসিইউ গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বার্ন আইসিইউ নেই, সাধারণ আইসিইউ। এখানকার চিকিৎসকরা সকল বার্ন রোগীরই সঠিক চিকিৎসা দিতে সক্ষম। কিন্তু এখানে সকল সুযোগ-সুবিধা নেই।

ড. সামন্ত লাল সেন আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা হাসপাতালে ভিড় করবেন না। কারণ, পুড়ে যাওয়া রোগী সবচেয়ে বেশি মারা যায় ইনফেকশনের কারণে। ইনফেকশন হলে পুড়ে যাওয়া ছোট ক্ষতও বড় হয়ে যায়। তখন আর রোগীকে বাঁচানো সম্ভব হবে না।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply