Site icon Jamuna Television

দিনাজপুরে নাপিতকে হত্যা

স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর:

দিনাজপুরের বিরলে রোববার (৫ জুন) রাতে একজন নাপিতকে (নরসুন্দর) হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। তবে হত্যার কারণ জানতে পারেননি পুলিশ।

হত্যার শিকার নাপিতের নাম শুভ চন্দ্র শীল (২২)। তিনি বিরল উপজেলার টেঘরা মহেশপুর নাপিতপাড়ার বাসিন্দা সন্তোষ চন্দ্র শীলের ছেলে। তিনি কাঞ্চনঘাটের একটি সেলুনে চুল কাটার কাজ করতেন।

বিরল থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে বিরলের উত্তর বহলা মোল্লাপাড়ার গ্রামের কাঞ্চন রেলওয়ে স্টেশনের কাছে সকাল ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছেন তারা। সুরতহাল রিপোর্টে লাশের মাথার বামদিকে গভীর আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন তারা। ময়নাতদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণসহ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন তারা। অন্যদিকে মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা।

এটিএম/

Exit mobile version