কয়েকদিন আগে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় জিতছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত জনি ডেপ। আদালত নির্দেশে দিয়েছেন অ্যাম্বারকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে ডেপকে। স্বভাবতই বেকায়দায় মার্কিন এই অভিনেত্রী। এই অবস্থায় সৌদি আরবের বাসিন্দা এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাম্বারকে বিয়ের প্রস্তাব দিলেন। মুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট। খবর ইন্ডিয়া টুডের।
ইনস্টাগ্রামে বন্যার মতো ছড়িয়ে পড়েছে ওই ব্যক্তির অ্যাম্বারকে বিয়ের প্রস্তাবের স্ক্রিনশট। জানা গিয়েছে, লিখিত খোলা প্রস্তাবের পাশাপাশি হলিউডের বিখ্যাত অভিনেত্রীর উদ্দেশে ভয়েস মেসেজও পোস্ট করেন ওই ব্যক্তি। তার বক্তব্য, এই খারাপ সময়ে অ্যাম্বারের জীবনকে আনন্দে ভরিয়ে তুলবেন তিনি।
আরবি ভাষায় ওই ব্যক্তি ভয়েস মেসেজে যা বলেছেন তার বাংলা করলে দাঁড়ায়, অ্যাম্বার, যখন তোমার জীবনের সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, তখন আমি ছাড়া তোমাকে খেয়াল করার মতো কেউ নেই। আমি জানি, অনেকেই তোমাকে কটাক্ষ করছে, সেই কারণেই ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করবো। তুমি ঈশ্বরধন্য, যদিও তা কেউ মানতে চাইছে না। তোমার জন্য ওই বুড়োর (জনি ডেপ) চেয়ে আমি অনেক ভালো পাত্র।
উল্লেখ্য, নিজেকে গার্হস্থ্য হিংসার শিকার বলে দাবি করে ২০১৮ সালে ওয়াশিংটন পোস্ট-এ একটি প্রতিবেদন লিখেছিলেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার। লেখায় সরাসরি জনির নাম না নিলেও তিনিই টার্গেট ছিলেন বলে দাবি করে পালটা মানহানির মামলা দেন ‘জ্যাকস্প্যারো’। চেয়ে বসেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ। তার দাবি ছিল, মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন প্রাক্তন স্ত্রী।
ছয় সপ্তাহ ধরে এই হাই প্রোফাইল মামলার শুনানি চলে ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে। কাঠগড়ায় দাঁড়িয়ে চলে বিস্তর কাদা ছোঁড়াছুঁড়িও। তবে শেষ হাসি হাসেন জনি ডেপ। বুধবার মামলায় রায় দেয় সাত সদস্যের জুরি। জানায়, ওই লেখায় সত্যিই সম্মানহানি হয়েছে জনির। অ্যাম্বারের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অবমাননাকর। অসৎ উদ্দেশ্য নিয়ে এই অভিযোগ আনা হয়েছিল। আদালতের নির্দেশ ডেপের প্রাক্তন স্ত্রী ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবেন।
অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, তার মক্কলের পক্ষে এই মুহূর্তে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়া সম্ভব নয়। এর মধ্যেই সৌদি আরবের বাসিন্দা বিয়ের প্রস্তাব দিলেন অভিনেত্রীকে।
ইউএইচ/
Leave a reply