আবার টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার হুমকি ইলন মাস্কের

|

টুইটার কেনার সিদ্ধান্ত থেকে আবারও সরে আসার হুমকি দিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সোমবার (৬ জুন) এক চিঠির মাধ্যমে তিনি অভিযোগ করেন, সঠিক তথ্য দিচ্ছে না টুইটার প্রতিষ্ঠান, এমনকি ভুয়া অ্যাকাউন্টের বিষয়েও তথ্য দিতে ব্যর্থ হয়েছে তারা।

ইলন মাস্ক বলেন, স্বচ্ছতা বজায় রেখে সব ধরনের তথ্য সরবরাহ করতে হবে টুইটারকে। না হলে বাতিল করা হবে চুক্তি। এর পরই টুইটার শেয়ারের দর পড়ে যায় ৫ শতাংশ। গেলো এপ্রিলে প্রায় সাড়ে ৪ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন এলন মাস্ক।

ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক। তার রয়েছে ২৭৩ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি। ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্স সংস্থার কর্ণধার তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply