রোহিঙ্গাদের ফেরত পাঠানোকেই গ্রহণযোগ্য সমাধান মনে করেন জাপানি রাষ্ট্রদূত

|

পদ্মা সেতু চালু হতে যাচ্ছে এটা অনন্য ঘটনা, বড় অবকাঠামো তৈরিতে বাংলাদেশের সক্ষমতার স্বাক্ষর বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। এসময় তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই গ্রহণযোগ্য সমাধান। তবে তবে তা হতে হবে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই।

মঙ্গলবার (৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এ কথা বলেন তিনি। ইতো নাওকি বলেন, ইন্দোপ্যাসিফিক ইকোনমিক ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুক্ত হয়েছে জাপান, এখান থেকে বাংলাদেশও চাইলে উপকৃত হতে পারে। তিনি বলেন, পদ্মা সেতু আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আস্থার প্রতীক।

এসময় জাপানি রাষ্ট্রদূত বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট এ বছরের মধ্যেই চালু হবে। এতে ঢাক থেকে নারিতা পৌঁছাতে সময় লাগবে ৬ ঘণ্টা। এছাড়া গত দশ বছরে বাংলাদেশ জাপান বাণিজ্য বেড়েছে ১০ গুণ, ৩০০ মিলিয়নের দ্বিপাক্ষিক ব্যবসা এখন তিন বিলিয়ন ডলারের, এমন ঘটনা অন্য কোনো দেশের সাথে ঘটেনি বলেও মন্তব্য করেন এ কূটনীতিক।

২০১৮ সালের চেয়ে আগামী নির্বাচন ভালো হবে বলেও আশাবাদী জাপানের রাষ্ট্রদূত।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply