ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখল আইন ধরে রাখার বিল পাসে ব্যর্থ হলো ইসরায়েল সরকার। সোমবার (৬ জুন) জোট সরকারের অধীনে হয় ভোটাভুটি।
৫৮/৫২ ভোটে বাতিল হয়ে যায় আইন পাসের বিল। ফলে এতদিন যে আইন দেখিয়ে অবৈধভাবে পশ্চিম তীরে বসতি নির্মাণ করে আসছিল ইসরায়েল তা নবায়ন করা যায়নি।
গত ৬ দশক ধরে অঞ্চলটিতে ইহুদি সেনা শাসনের অধীনে বসবাস করে আসছিল ৩০ লাখ ফিলিস্তিনি। আর পূর্ণ নাগরিকত্বের সুবিধা পাচ্ছিল ৫ লাখ ইসরায়েলি। তবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অবৈধ ভাবে ইহুদি বসবাসকারীর সংখ্যা ৬ থেকে সাড়ে ৭ লাখ।
আরও নতুন বসতে স্থাপনের জন্য চেষ্টা দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তবে বিল পাস না হওয়ায় নিজ দেশের নাগরিকদের সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
/এডব্লিউ
Leave a reply