পি কে হালদারকে ফের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ

|

পি কে হালদার এবং তার ৫ সহযোগীকে ফের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার (৭ জুন) শুনানি শেষে এই আদেশ দেন আদালত। পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে ২১ জুন।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো সিবিআই’র কাছে মামলা হস্তান্তর করা হবে কিনা তা জানাননি আদালত। এদিন ভারতের জাতীয় গোয়েন্দা বিভাগ (ইডি) তদন্ত করে জানায়, পশ্চিমবঙ্গের বাইরে মালয়েশিয়াতেও ৭টি বাড়ির থাকার তথ্য মিলেছে। এছাড়া ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি ও ৬০ কোটি টাকা ব্যাংক আমানতের প্রমাণ পেয়েছে ইডি।

এর আগে, প্রায় দেড়শ কোটি রুপি মানি লন্ডারিংয়ের প্রমাণের কথা জানায় গোয়েন্দা সংস্থা। গেলো ১৪ মে, নাটকীয় অভিযানে পশ্চিমবঙ্গের অশোকনগরে গ্রেফতার হয় পি কে এবং তার ৫ সহযোগী। দুই দফায় ১৩ দিন তাদের জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপরই পাঠানো হয় ১১ দিনের জেল হেফাজতে।

আরও পড়ুন: ভারতে তীব্র দাবদাহের সতর্কবার্তা, তাপমাত্রা ছাড়াবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply