Site icon Jamuna Television

বেনাপোল বন্দরে ৩ দফা দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা

কর্মবিরতি ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন।

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে বুধবার (৮ জুন) সকাল থেকে বেনাপোল স্থল বন্দরে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। মঙ্গলবার (৭ জুন) দুপুরে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে কর্ম বিরতি ঘোষণা দেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী।

তাদের দাবিগুলো হচ্ছে, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মামুন কবীর তরফদারকে প্রত্যাহার, বেনাপোল স্থল বন্দরের ইক্যুইপমেন্ট সরবরাহ বৃদ্ধিসহ দক্ষ চালক নিয়োগ দেয়া এবং বন্দরে পর্যাপ্ত শেড ও জায়গা বৃদ্ধিসহ যানজট মুক্ত রাখা।

সংবাদ সম্মেলনে আজিম উদ্দিন গাজী বলেন, বাংলাদেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল। যে বন্দরের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রতি বছর ৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। কিন্তু বন্দরে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট না থাকায় পণ্য লোড/আনলোড ব্যহত হচ্ছে। গত ১৬ মে বেনাপোল স্থলবন্দরে পর্যাপ্ত ইক্যুইপমেন্ট ব্যবস্থা না করা হলে, ১৭ মে থেকে বেনাপোল স্থল বন্দরের পণ্য পরিবহন করা হতে বিরত থাকার ঘোষণা দেয়া হয়। তার প্রেক্ষিতে বন্দরের উপ-পরিচালকের (ট্রাফিক) মামুন কবীর তরফদার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। সেই আলোচনায় ৩১ মে’র মধ্যে বন্দরে ৩টি নতুন ক্রেন ও ৩টি নতুন ফর্কলিফটের সরবারহসহ দক্ষ চালক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত জনানো হয়। কিন্তু অদ্যবধি বন্দরে কোনো প্রত্যাশিত ইক্যুপমেন্ট সরবারহ করা হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, মামুন কবীর তরফদার বন্দরের টেন্ডারসহ বিভিন্ন কার্যক্রমে তার নিজস্ব লোক কিংবা আত্মীয়-স্বজনদের নিয়োগ দিচ্ছেন। তিনি বেনাপোল বন্দরটাকে ধ্বংসের জন্য পায়তারা করছেন বলেও মন্তব্য করেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী। তিনি বলেন, মামুন কবীর তরফদারকে এ বন্দর থেকে প্রত্যাহার করলে বেনাপোল বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে, রাজস্ব আদায় আরও বেশি বাড়বে।

এসজেড/

Exit mobile version