স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরার এক কৃষকের বাড়ির গোয়ালঘর থেকে গাঁট বাঁধা অবস্থায় চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় দেড় হাজার পাঠ্যপুস্তক পাওয়া গেছে। উপজেলার চারাবাগ আইডিয়েল হাই স্কুলের পেছনে এক কৃষকের বাড়িতে এই বই পাওয়া যায়। বইগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইয়ুব খান।
সরেজমিনে ওই কৃষকের বাড়িটিতে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির পেছনে কৃষক বকুল মিয়ার বাড়ির গোয়ালঘরের সাথে আরেকটি ঘরের বাথরুমের পাশে বিপুল সংখ্যক পাঠ্যপুস্তক বাঁধা অবস্থায় পড়ে আছে। বইগুলো চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক শাখার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে বকুল মিয়া জানান, এই পাঠ্যপুস্তকগুলো চারাবাগ আইডিয়েল হাইস্কুলের। প্রায় দুই মাস আগে স্কুলটির দফতরী জাহাঙ্গীর মিয়া তার বাড়িতে এসে এগুলো রেখে যান। বিদ্যালয়ে জায়গা নেই অজুহাতে এখানে এই বইগুলো রেখে যায় বলে দাবি তার।
বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য আনা বিতরণের অতিরিক্ত বই আছে না বিক্রি করে দেয়া হয়েছে, এই বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষে ধর্মীয় শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য আমরা যে পরিমাণ বই এনেছিলাম তার সবই শিক্ষার্থীদের
মধ্যে বিলি করে দিয়েছি। পাশের কক্ষে কয়েকটা নষ্ট বই ছাড়া আমাদের কাছে অতিরিক্ত কোনো বই নেই।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, এটা করে থাকলে অন্যায় করেছে। তদন্তে প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি সচিত্র তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য তাৎক্ষণিকভাবে তিনি রায়পুরা শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করেন।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এক হাজার বই উদ্ধার করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন বলেন, স্কুলে জায়গার সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী একজন খণ্ডকালীন শিক্ষকের
বাসায় বইগুলো রাখা হয়েছে। এগুলো শিক্ষাবোর্ডে ফেরত দেয়া হবে বলেও জানান তিনি।
এসজেড/
Leave a reply