Site icon Jamuna Television

চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের সাথে নার্সদের সংঘর্ষ

চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নার্সদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাসপাতালে এখনও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বেশ কয়েকজন নার্স আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলের এ ঘটনায় রোগী ও রোগীর স্বজনদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। নার্সরা এখনও কাজে যোগদান করেননি বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুই পক্ষের সাথেই কথা বলবেন। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নার্সরা জানিয়েছেন, ছাত্রলীগের লোকজন একজন রোগী নিয়ে হাসপাতালে আসে। রোগীর ডাটা এন্ট্রি করার সময় মোবাইল নম্বরটি দ্বিতীয় বার জিজ্ঞাসা করায় তারা আমাদের ওপর হামলা ও মারধর করে। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নার্স আহত হয়েছে।

ইউএইচ/

Exit mobile version