Site icon Jamuna Television

নেটফ্লিক্সে দেখানো হবে লেডি সুপারস্টার নয়নতারার বিয়ে?

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও নির্মাতা বিগনেশ শিবান। গত কয়েক মাস ধরে এই জুটির বিয়ের একাধিক তারিখ পাওয়া গেছে। তবে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে নিয়ে জানালেন নির্মাতা বিগনেশ।

জানা গেছে, আগামী ৯ জুন সাতপাকে বাধা পড়তে যাচ্ছেন তারা। তামিলনাড়ুর মহবালিপুরামে দুই পরিবারের উপস্থিতিতে চার হাত একত্রিত হবে। পরবর্তীতে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সমকপ্রদ খবরটি হচ্ছে, পুরো বিয়ের অনুষ্ঠানটি তথ্যচিত্র আকারে প্রকাশিত হবে নেটফ্লিক্সে। যদিও বিষয়টি এখনও গুঞ্জনেই সীমাবদ্ধ। তবে এমনটা হলে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এটি হতে যাচ্ছে একটি অভূতপূর্ব ঘটনা।

/এসএইচ

Exit mobile version