Site icon Jamuna Television

বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি

ছবি: সংগৃহীত

বুধবার (৮ জুন) সকালে পাকিস্তান থেকে বাংলাদেশ এসে পৌঁছাবে ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি। প্রায় আড়াই দিন বা ৬০ ঘণ্টা ট্রফিটি বাংলাদেশে অবস্থান করবে বলে জানা গেছে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিভিন্ন দেশ পরিভ্রমণে বের হয় ট্রফিটি। বুধবার সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন ও নির্বাহী কর্মকর্তাগণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রফিটি গ্রহণ করবেন। সেখান থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ট্রফিটি প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সন্ধ্যা ৭ টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে যাবে ট্রফিটি।

/এসএইচ

Exit mobile version