Site icon Jamuna Television

গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপন বন্ধের দাবিতে আদিবাসী-বাঙালিদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে তীর-ধনুক নিয়ে অংশ নেন স্থানীয় সাঁওতালরা।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। যৌথভাবে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। 

বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহবায়ক ফিলিমন বাস্ক। এছাড়াও, সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রুবায়েত ফেরদৌস, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা সভাপতি গোলাম মারুফ মনা, বাসদ নওগাঁ জেলা আহবায়ক জয়নাল আবেদিন মুকুল, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, দিপায়ন খিসা, আফজাল হোসেন, প্রবীর চক্রবর্তী, অশোক সরকার, গোলাম রব্বানী মুসা, জাকির হোসেন, মৃণাল কান্তি বর্মণ প্রমুখ। 

বক্তারা বারবার ‘সাঁওতাল ভূমিতে ইপিজেড নয়’ উল্লেখ করে ইপিজেড স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবি জানান। সেই সাথে তিন সাঁওতাল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার এবং জমি ফেরতের পাশাপাশি স্থানীয় আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটের ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানান। 

প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের আওতায় ১৮৪২ একর জমি আছে। ১৯৫৪ সালে তৎকালীন সরকার খামার স্থাপনের জন্য ওই জমিগুলো অধিগ্রহণ করে। এ জমিতে উৎপাদিত আখ রংপুর চিনিকলে মাড়াই হতো। ২০০৪ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার লোকসানের অজুহাতে চিনিকলটি বন্ধ করে দিয়ে জমিগুলো লিজ প্রদান করে। ৩ বছর পর পুনরায় চিনিকলটি চালু করে পর্যায়ক্রমে লিজ বাতিল করে সরকার।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ আখ কাঁটতে গেলে স্থানীয় সাঁওতালদের সাথে সংঘর্ষে শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডি নামের তিন সাঁওতাল নিহত হন।

/এসএইচ 

Exit mobile version