৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। লঙ্কানদের দেয়া ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।
কলম্বোতে সফরকারীদের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফিঞ্চ ৪০ বলে ৬১ ও ও ওয়ার্নার করেন ৪৪ বলে করেন ৭০ রান।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটি থেকে আসে ৩৯ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার পাথুম নিশাঙ্কা ও চারিথ আশালাঙ্কা যোগ করেন ৬১ রান। এরপর কেবল অজি বোলারদের দাপট। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুধু ড্রেসিংরুমে আসা-যাওয়ায় ব্যস্ত সময় পার করেন লঙ্কান ব্যাটাররা। শেষ ২৮ রান যোগ করতে স্বাগতিকরা হারিয়ে বসে ৮ উইকেট। ১৯ দশমিক ৩ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থামে ১২৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন চারিথ আশালাঙ্কা। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড তুলে নেন সর্বোচ্চ ৪টি উইকেট।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। আগামীকাল কলম্বোতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আর আগামী ১১ জুন পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
জেডআই/
Leave a reply