ইউক্রেনীয় ২১০ সেনার মরদেহ ফেরত দিবে রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে নিহত হওয়া ২১০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিবে রাশিয়া। মঙ্গলবার এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতি অনুসারে, মারিওপোলে প্রতিরোধ গড়ে তোলা সেনাদের সংখ্যাই বেশি এ তালিকায়। সবশেষ ঘাঁটি অ্যাজভস্তাল ইস্পাত কারখানায় হওয়া যুদ্ধে তারা প্রাণ হারিয়েছেন। পরিবারের কাছে এসব মরদেহ দেয়ার আগে রাজধানী কিয়েভে তাদের ময়নাতদন্ত হবে।

গেল শনিবার ইউক্রেনের পক্ষ থেকে প্রথমবার আসে এই প্রস্তাব। জানানো হয়, পুতিন প্রশাসন উদ্যোগ নিলে পরিবারের কাছে ১৬০ রুশ সেনার মরদেহ ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার জাপোরঝিয়া ফ্রন্টলাইনে হবে এ আনুষ্ঠানিকতা।

জাতিসংঘের হিসাব অনুসারে, এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ইউক্রেনের সাড়ে ৫ থেকে ১১ হাজার সেনা। অন্যদিকে, রাশিয়ার দাবি- অভিযানে তাদের ১৩শ’র বেশি সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply