পদ্মা সেতু উদ্বোধনের আগে চট্টগ্রামে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা অন্তর্ঘাত ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৮ জুন) দুপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দুই তীরের স্থানীয় প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। একটি মহল উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে অপপ্রচার, গুজব ছড়াচ্ছে। অনেকে দিবাস্বপ্নও দেখছেন। খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপনের কথা বলে মির্জা ফখরুল রূপকথার গল্পের মতো মিথ্যাচার করেছেন। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এদের মিথ্যাচারের জবাব দেয়া হবে।
এ সময় তিনি বলেন, ২৫ জুন পদ্মা সেতুতে সাধারণ যান চলাচল করবে না। পরের দিন যান চলাচলের সময়ের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে জানাবে সেতু বিভাগ। আর পদ্মা সেতুর উদ্বোধনের দিন যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: যারা ৭ জুনে বিশ্বাস করে না তাদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সন্দিহান ওবায়দুল কাদের
/এম ই
Leave a reply