জার্মানিতে বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১, আহত ৩০

|

জার্মানির বার্লিনের একটি জনবহুল বাজার এলাকায় বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে একজন মারা গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। তবে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর রয়টার্সের।

বুধবার (৮ জুন) সকাল ১০টার দিকে বার্লিনের ব্রিটশেডপ্লাটজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র থিলো ক্যাবলিটজ বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে বেশ কয়েকটি দোকান ভেঙে এগিয়ে যাওয়ার পর পথচারীরা চালককে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় হেলিকপ্টারে করে তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সেখানে ১৩০ জন জরুরি নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হয়েছে।

এর আগে ২০১৬ সালে বড়দিনকে সামনে রেখে ইসলামিক স্টেট গ্রুপের সন্ত্রাসীরা ট্রাক চালিয়ে ১২ জনকে হত্যা করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply