Site icon Jamuna Television

ইসলাম বিদ্বেষী মন্তব্যকারী সেই বিজেপি নেত্রীকে শক্ত সমর্থন কঙ্গনার

ছবি: সংগৃহীত।

বলিউডে বিতর্কের রানী বলা হয় কঙ্গনা রানৌতকে। বিভিন্ন বিষয়ে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার পাত্রি হয়েছেন তিনি। এবার মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করায় চরম বিতর্কিত বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে কথা বললেন অভিনেত্রী। বললেন, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কঙ্কনা বলেন, নূপুর তার মতামত রাখতেই পারেন। কিন্তু লক্ষ করছি যে, তাকে সবরকম হুমকি দেওয়া হচ্ছে। যখন হিন্দু দেবতাদের অপমান করা হয়, তখন তো কিছু হয় না! তখন আমাদের আদালতে যেতে হয়।

বাক স্বাধীনতার কথা উল্লেখ করে কঙ্গনা আরও বলেন, এটা আফগানিস্তান নয়। আমাদের এখানে একটা সচল সরকার আছে। গণতন্ত্র আছে। যারা ভুলে যাচ্ছেন, তাদের আর এক বার মনে করালাম।

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার বক্তব্য থেকে স্পষ্ট, নূপুরের মন্তব্যকে ব্যক্তিগত মত প্রকাশের অধিকার হিসেবে দেখছেন মোদী সরকার-ঘনিষ্ঠ এই অভিনেত্রী। অন্যদিকে, স্বরা ভাস্বর, রিচা চড্ডার মতো অভিনেত্রীরা নূপুরের তীব্র সমালোচনা করেছেন।

এসজেড/

Exit mobile version