আগে থেকেই রাজধানী ঢাকায় তৎপর ছিল মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো ছিনতাইকারী দল। বর্তমানে ঢাকায় নতুন আতঙ্ক হ্যান্ডশেক পার্টি। এসব চক্রের ৪৪ জন সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার (৮ জুন) জানায় র্যাব।
র্যাবের এক জরিপ অনুযায়ী, প্রতি মাসে রাজধানীতে অন্তত ৩৫টির মতো ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৫০টি চক্র ২০০টি স্পটে এসব ছিনতাইকাজ চালিয়ে থাকে।
র্যাব-৩ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে র্যাবের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতরা ঈদুল আযহাকে টার্গেট করে বিশেষ করে কোরবানির হাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালের আশপাশে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছিল।
র্যাব অধিনায়ক আরও জানান- দিনের বেলায় এরা সাধারণত সিএনজি চালক, গার্মেন্টসে চাকরি করে বা অন্য কোনো পেশাতে থাকে। সন্ধ্যা নামলে এরা ছিনতাই বা মলম পার্টি বা অজ্ঞান পার্টির রূপ ধারণ করে। ছিনতাই এড়াতে সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া নির্জন স্থানে একা না চলার পরামর্শও দিয়েছেন র্যাবের এ অধিনায়ক।
আরও পড়ুন: টক-শো, নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না দৈনিক পত্রিকা: তথ্যমন্ত্রী
জেডআই/
Leave a reply