রুশ আদালতে দোষী সাব্যস্ত হলেন ইউক্রেনের হয়ে যুদ্ধ করা দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিক। মৃত্যুদণ্ডের সাজা হতে পারে তাদের। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ অধ্যুষিত দোনেৎস্কের এক আদালতে হয় বিচারকাজ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার অভিযুক্তদের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ সংস্থা RIA। সেখানে দেখা যায়, ব্রিটিশ নাগরিক আইদেন আসলিন ও শন পিনার এবং মরক্কোর ব্রাহিম সাদৌনের বিরুদ্ধে চলছে বিচারকাজ। ক্ষমতার অপব্যবহার ও নৃশংসতার দায় স্বীকার করেছেন পিনার ও সাদৌন। অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন আসলিন।
RIA বলছে, প্রত্যেকেরই মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্য বা মরক্কোর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
ইউএইচ/
Leave a reply