মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল পাশ

|

ছবি: সংগৃহীত

অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে। বুধবার (৮ জুন) ২২৩-২০৪ ভোটে পাস হয় বিলটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অস্ত্র ক্রয়ের বয়সসীমা ১৮ বছর থেকে বাড়িয়ে করা হয়েছে ২১ বছর। অবৈধ অস্ত্র ব্যবহারের বিষয়ে আরও কড়াকড়ি আনা হয়েছে। তবে বিলটি সিনেটে পাস হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কংগ্রেসের উচ্চকক্ষে পাস হতে হলে কমপক্ষে ১০ জন রিপাবলিকান সদস্যের ভোট প্রয়োজন হবে। গত মাসে নিউইয়র্ক ও টেক্সাসে দু’টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনার পর আবারও আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। দু’টি ঘটনাতেই অভিযুক্তের বয়স ছিল ১৮ বছর।

চলতি সপ্তাহেই অস্ত্র আইন সংস্কারে আইন পাস হয় মার্কিন অঙ্গরাজ্য নিউইয়র্কে। মার্কিন যুক্তরাষ্ট্রে এ বছর অস্ত্র সহিংসতায় এরই মধ্যে ২শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply