থাইল্যান্ডে বৈধতা পেতে যাচ্ছে গাঁজা

|

থাইল্যান্ডে বৈধতা পেতে যাচ্ছে প্রকাশ্যে গাঁজা চাষ ও ব্যবহার। এখন থেকে যে কেউই চাইলে বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন গাঁজা, এমনকি বাড়িতেও লাগাতে পারবেন গাঁজার গাছ। তবে বিনোদনের জন্য ও প্রকাশ্যে গাঁজা সেবন দেশটিতে এখনও নিষিদ্ধ।

কর্তৃপক্ষের অনুমতি এবং ছাড়পত্র সাপেক্ষে দেশটিতে গাঁজা গাছ চাষ করতে পারবে যে কেউ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম গাঁজা চাষে শিথিলতা আনলো থাই সরকার। বলা হয় বাড়িতে সর্বোচ্চ ৬টি গাছ চাষ করা যাবে। দেশটির উপ-প্রধানমন্ত্রী জানান, কৃষি এবং পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে আগের মতোই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ থাকছে। অর্থাৎ কেউ বিনোদন কেন্দ্রে বা প্রকাশ্যে গাঁজা সেবন করতে পারবেন না। রেস্তোরাঁগুলোতে এবং চিকিৎসা খাতে ব্যবহারে এর বৈধতা দেয়া হয়েছে।

রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের সাথে সরবরাহ করা হয়ে থাকে গাঁজার পাতা। ২০১৮ সালে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহারের অনুমতি দেয় থাইল্যান্ড। এরই মধ্যে আইনের খসড়া পাঠানো হয়েছে পার্লামেন্টে। অনেকে বলছেন, চলতি বছরে গাঁজার ওপর আরও শিথিলতা আনতে পারে থাই সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply