Site icon Jamuna Television

সংসদ থেকে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভাই

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভাই এবং দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে বলেছেন, তিনি সংসদ থেকে পদত্যাগ করেছেন। মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার থেকে সরে যাওয়া প্রভাবশালী পরিবারের দ্বিতীয় ব্যক্তি তিনি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৯ জুন) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এখন থেকে তিনি আর কোনো সরকারি কাজে নিজেকে নিয়োজিত না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সংসদ থেকে পদত্যাগ করেছেন।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের কারণে সৃষ্টি হওয়া আন্দোলনের মুখে গত মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

এটিএম/

Exit mobile version