দিল্লিতে ভারতের বোলারদের তুলোধুনো করে ছাড়লেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার রাসি ভান ডার ডুসেন ও ডেভিড মিলার। ৬৩ বলে এই দুই প্রোটিয়া ব্যাটারের ১৩১ রানের জুটিতেই ভারতের দেয়া ২১২ রানের বিশাল লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে পেরোয় দক্ষিণ আফ্রিকা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২২ রানেই উইকেট হারায় প্রোটিয়ারা। ব্যক্তিগত ১০ রান করে সাজঘরের পথ ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা। দলীয় ৬১ রানে ১৩ বলে ২৯ রানের ক্যামিও খেলে বিদায় নেন ডুয়েইন প্রিটোরিয়াস। ৮১ রানের মাথায় বিদায় নেন ওপেনার কুইন্টন ডি ককও। যাওয়ার আগে একশ’র একটু বেশি স্ট্রাইকরেটে খেলেন ২২ রানের ইনিংস।
এরপরই জুটি গড়েন ডুসেন ও মিলার। শুরুতে সাবধানে খেলতে থাকেন ডাসেন। কিন্তু উইকেটে এসেই মারমুখী ছিলেন মিলার। ব্যক্তিগত অর্ধশতকও আগে পূরণ করেন মিলার। এক পর্যায়ে ডাসেনের রান দাঁড়ায় ৩২ বলে ৩০ রান। তবে ম্যাচের ১৭তম ওভারে নিজের রূদ্ররুপ দেখান ডাসেন। হার্শাল প্যাটেলের ওই ওভার থেকে তুলে নেন ২২ রান। ইনিংসের শেষ পর্যন্তও এমন মারমুখী ছিল ডাসেনের ব্যাট। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন ডুসেন। আর মিলার অপরাজিত থাকেন ৩১ বলে ৬৪ রানে।
ভারতের বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। তবে তাদের সবার ইকোনমিই ছিল দশের ওপর।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ২১১ রানের বিশাল সংগ্রহ তোলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন ওপেনার ইশান কিশান। মাত্র ৪৮ বল খেলে এই রান করেন তিনি। আরেক ওপেনার রুতুরাজ গাইকোয়াড করেন ২৩ রান। মিডল অর্ডারে শ্রেয়াস আয়ার ৩৬ ও অধিনায়ক রিশাভ প্যান্ট করেন ২৯ রান। মূলত, শেষদিকে হার্দিক পাণ্ডিয়ার ১২ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসেই ২১১ রান তোলে ভারত।
দক্ষিণ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট পান কেশাভ মহারাজ, এনরিখ নোকিয়া, ওয়েইন পারনেল ও ডোয়েইন প্রিটোরিয়াস। এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
জেডআই/
Leave a reply