উনিশ সেকেন্ডে ৬৪ জেলার নাম বলে দিতে পারেন বুলবুল

|

মাত্র উনিশ সেকেন্ডে ৬৪ জেলার নাম গড়গড় করে বলে দিতে পারেন বুলবুল। ৪৯৫ উপজেলার যে কোনোটার নাম বললে বলে দেন জেলার নাম। বিশ্বের যে কোনো দেশের নাম বললে, সার্চ ইঞ্জিনের মতো জানিয়ে দেন সেই দেশের রাজধানী, মুদ্রা কিংবা স্বাধীনতা লাভের সাল। তবে বগুড়ার ২০ বছর বয়সী বুলবুল আহমেদের পড়াশোনার গণ্ডি মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত।

শিবগঞ্জের ঐতিহাসিক ভাসু বিহার চত্বরে যমুনা নিউজের কথা হচ্ছিল মাঝিহট্টের বাসিন্দা বুলবুলের সঙ্গে। জানালেন, শিশু বয়সে বাবা-মার বিচ্ছেদের পর নানির কাছেই বেড়ে ওঠা। নানা-নানীর অভাবের সংসারে পার হওয়া হয়নি প্রাথমিকের গণ্ডিও।

প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দেশ-বিদেশকে জানার আগ্রহ থেকেই বছর চারেক আগে বিভিন্ন তথ্য পড়তে শুরু করেন বুলবুল। অন্যের কাছ থেকে নিতেন সাধারণ জ্ঞানের বই। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের রাজধানীর নামসহ বিভিন্ন তথ্যও জানিয়ে দেন কয়েক সেকেন্ডেই।

নানা মারা যাবার পর বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে দেশ-বিদেশের তথ্য শুনিয়ে বুলবুল দু/পাঁচশ টাকা যা পায়, তা দিয়েই চলে নানি-নাতির সংসার। সড়ক দুর্ঘটনায় ডান হাত ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারী কাজও করতে পারেন না। তাই বিদেশে যেতে চান বুলবুল। অবশ্য সেখানে কাজের পাশাপাশি নতুন নতুন তথ্য জানার ইচ্ছেও এই তরুণের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply