ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেনের দক্ষিণাঞ্চল

|

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেনের দক্ষিণাঞ্চলীয় এলাকা আন্দালুসিয়া। বেনাভিস শহরে পাহাড়ি বনভূমিতে ছড়িয়ে পড়া আগুনে এখনও পর্যন্ত পুড়ে গেছে প্রায় আড়াই হাজার হেক্টর এলাকা।

বিবিসির খবর বলছে, শুষ্ক আবহাওয়া ও বাতাসের তোড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে আগুন। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে ছড়াচ্ছে আগুন। এর ফলে আশপাশের লোকালয়ে ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে তিন হাজার বাসিন্দা। ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের হাজারখানেক কর্মী। হেলিকপ্টার ও অগ্নিনির্বাপক যান নিয়ে চালাচ্ছেন অভিযান। তবে তীব্র বাতাসের কারণে বাঁধাগ্রস্ত হচ্ছে কাজ। অভিযান চলাকালে গুরুতর দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মী।

গেল বছর সেপ্টেম্বরেও স্পেনের একই এলাকায় ভয়াবহ দাবানলে ১০ হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply