শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

|

আজ ১১ জুন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। ওয়ান-ইলেভেনের সময় ২০০৭ সালের ১৬ জুলাই সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার হওয়ার ১১ মাস পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে জামিনে ছাড়া পান।

কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে তার বিদেশে চিকিৎসার জন্য নেতাকর্মীরা বিক্ষোভ করে। একপর্যায়ে তাকে মুক্তি দেয়া হয়। ছাড়া পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন পান তিনি।

এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পর তিনি টানা তিনবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।

২০০৮ সালের পর থেকেই দিনটিকে শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply