প্রথম নজরে কী দেখছেন, ছবিই বলে দেবে মনের অবস্থা!

|

ছবি: সংগৃহীত।

প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হয়। সম্প্রতি তেমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। অনেকেই শেয়ার করেছেন একটি ছবি।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, কালো একটি পর্দার সামনে কয়েকটি সাদা গম্বুজ। কিন্তু গম্বুজগুলোর আকার এমনই, যে তা কালো রঙের ব্যাকগ্রাউন্ডের কারণে দেখে মনে হতে পারে দু’জন মানুষ মুখ নিচু করে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। ছবিতে আপনি প্রথমেই মানুষ দেখছেন নাকি গম্বুজ সেটি নিয়েই মস্তিস্কের খেলা।

ছবিটি যারা শেয়ার করেছেন তাদের দাবি হলো, যদি কেউ প্রথমে গম্বুজ দেখতে পান তবে তিনি নাকি জীবনে সুরক্ষিত থাকতে পছন্দ করেন। আর যারা প্রথমে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দু’জন মানুষকে দেখছেন, তারা মানসিকভাবে আবদ্ধ বোধ করছেন। তবে এই দাবির পেছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে কিনা, তা উল্লেখ করেননি কেউই। ফলে এটিকে শুধু মজার ছলে নেয়াই ভালো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply