পারভেজ মোশাররফের শারীরিক অবস্থার অবনতি

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্টের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোশাররফ। এর আগে, পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

মোশাররফের পরিবারের সদস্যরা জানান, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না। এ পরিস্থিতিতে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর এখন মোশাররফ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, ফুসফুস, কিডনি এবং হৃদপিণ্ডের বিভিন্ন অসুখে ভুগছেন সাবেক সেনাশাসক।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন ৭৮ বছর বয়সী এই নেতা। ২০০৭ সালে প্রেসিডেন্ট থাকার সময় বেআইনিভাবে সংবিধান বাতিল ও জরুরি অবস্থা জারির দায়ে ২০১৩ সালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply