নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ৪.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার ( ১১ জুন) ভোরবেলা এ ভূমিকম্পে কেঁপে ওঠে কাঠমুন্ডুর এলাকা। এসময় অনেকের ঘুম ভেঙে যায় এবং তারা ভয়ে ঘরের বাইরে গিয়ে আশ্রয় নেয় বলে জানা গেছে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমুন্ডু থেকে ১৫ কিলোমিটার পূর্বে ভক্তপুর জেলায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ভূমিকম্পের কথা উল্লেখ করে বলেন, এটি তাদের ২০১৫ সালের ভয়ানক ভূমিকম্পের কথা মনে করিয়ে দিয়েছে।
এছাড়া ভূমিকম্পের প্রভাব কাঠমুন্ডুর আশপাশের এলাকা থেকেও বোঝা যায়। তবে এতে কোনো হতাহতের বা জানমালের ক্ষতির খবর পাওয়া যায়নি।
এটিএম/
Leave a reply