চিলির অভিযোগ খারিজ, বিশ্বকাপে যাচ্ছে ইকুয়েডর

|

বায়রন কাস্তিলো। ছবি: সংগৃহীত

২০২২ বিশ্বকাপে অংশ নেয়ার শঙ্কা কেটেছে ইকুয়েডরের। চিলির আনা এক ফুটবলারের জন্মসনদ জালিয়াতির অভিযোগ খারিজ করে দিয়েছে ফিফা। ফলে কাতার বিশ্বকাপে অংশ নিতে আর কোনো বাধা রইলো না দেশটির।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানায়, সকল পক্ষের আবেদন যাচাই করার পর ফিফা ডিসিপ্লিনারি কমিটি ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনা অভিযোগ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইকুয়েডরের ডিফেন্ডার বায়রোন কাস্তিলোর জন্মস্থান ও সাল নিয়ে জালিয়াতির অভিযোগ আনে চিলি ফুটবল ফেডারেশন। তারা দাবি জানিয়েছিল, ১৯৯৫ সালে কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন বায়রন কাস্তিলো। চিলি অভিযোগ করেছে, ভুয়া পাসপোর্ট ও জন্মসনদ ব্যবহার করে বার্সেলোনার এই ফুটবলার বিশ্বকাপ বাচাইয়ে খেলেছেন ৮টি ম্যাচ। অভিযোগ প্রমাণিত হলে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাতো দেশটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে আবেদনের সুযোগ থাকছে চিলির।

আরও পড়ুন: যৌনকর্মীর সাথে ‘প্রেম’ ইংলিশ তারকা ফুটবলারের, শাস্তি দিল পার্টনার

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply