আফগানিস্তানে মিনিবাসে বোমা হামলায় নিহত ৪

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে মিনিবাসে চালানো বোমা হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ৪ জন। রোববার (১২ জুন) ঘটানো এ বিস্ফোরণে আহত অনেকে। খবর বার্তা সংস্থা এএফপির।

দেশটির গণমাধ্যমগুলোর দাবি, কাবুলের বাগরামি এলাকায় এ হামলা চালানো হয় । সেটি সুন্নি পশতুনদের এলাকা হিসেবে পরিচিত। বিস্ফোরণে, যানটিতে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাদবাকি দগ্ধ পথচারীদের নেয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। মিনিবাসটি সাধারণত অফিস থেকে কর্মকর্তাদের বাড়ি পৌঁছাতে ব্যবহৃত হতো। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

ধারণা করা হচ্ছে, এরপেছনে রয়েছে জঙ্গি সংগঠন আইএস। রমজান মাসজুড়ে, আফগানিস্তানে বৃদ্ধি পেয়েছিলো হামলা-বিস্ফোরণের ঘটনা। মূল টার্গেট ছিলেন সংখ্যালঘু শিয়া এবং হাজারা জনগোষ্ঠী।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এএফপিকে বলেন, বোমা হামলার তদন্তের জন্য তালেবান নিরাপত্তা কর্মীদের একটি দল ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply