দু’দিন বাদেই ভোট, উৎসবমুখর পরিবেশ কুমিল্লা নগরীতে

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা সিটি এখন উৎসবের নগরী। ভোটের বাকি আর মাত্র দু’দিন। বর্তমান ইসির অধীনে এটিই প্রথম ভোট। পাল্টাপাল্টি অভিযোগে চলছে প্রার্থীদের শেষ সময়ের প্রচারণা।

রোববার (১২ জুন) সকাল থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকা থেকে দিনের গণসংযোগে নেমেছেন স্বতন্ত্রের নিজামউদ্দিন কায়সার। দিনভর এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা চষে বেড়াবেন তিনি। প্রচারণায় নেমেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি ১১ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়ি এলাকা থেকে প্রচারণা শুরু করেছেন।

নগরীর বিভিন্ন হাসপাতালে-হাসপাতালে যাচ্ছেন নৌকার আরফানুল হক রিফাত। দেখা করছেন রোগী আর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। দিচ্ছেন পাশে থাকার আশ্বাস।

১০৫টি কেন্দ্রে নেয়া হবে ভোট। সবখানেই সিসিক্যামেরা স্থাপনের কাজ চলছে। থাকছে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থাও। টহলে আছে বিজিবি। ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ভোট হবে, তারা বেছে নিতে চান পছন্দের প্রার্থী। এবারের নির্বাচনে নারী ও পুরুষ কাউন্সিলর মিলিয়ে প্রার্থী হয়েছেন ১৪০ জন। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। এরমধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply