হাসপাতালে শিশু বদল, তিন বছর পর সন্তানকে ফিরে পেলেন মা

|

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

নাজমা খাতুন ও নাজমা খান একই দিনে একই হাসপাতালে দু’টি সন্তানের জন্ম দেন। তবে একজনের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় মৃত সন্তান। নামে মিল থাকায় অদলবদল হয়ে যায় শিশু। অবশেষে তিন বছর পর দীর্ঘ আইনি লড়াই শেষে নিজের ছেলেকে প্রথমবারের মতো দেখতে পেলেন মা। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের মে মাসে বরপেটা জেলা থেকে নাজমা খানম ও গসাইগাও জেলার নাজমা খাতুনকে বরপেটার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে দু’জনই সন্তানের জন্ম দেন। তবে নাজমা খাতুন মৃত সন্তান প্রসব করেন। তাদের নামে মিল থাকায় শিশু অদলবদল হয়ে যায়। মৃত সন্তানটি দেয়া হয় নাজমা খানমকে।

এ ঘটনার পরই আদালতে মামলা করেন নাজমা খানমের পরিবার। তাদের দাবি ছিল, নাজমা সুস্থ একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে তাদের সন্তান বদল হয়ে গেছে বলে দাবি ছিল তাদের। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

অবশেষে ৩ বছর আইনি লড়াইয়ের পর আদালতের পক্ষ থেকে ডিএনএ টেস্ট করানো হয়। এরপরই অভিযোগ সত্য প্রমাণিত হলে নাজমা খানমের কাছে ফিরিয়ে দেয়া সন্তানকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply