বন্দুকের ছবি পাঠিয়ে ব্রাজিল তারকা উইলিয়ানকে খুনের হুমকি, সমর্থক গ্রেফতার

|

ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। ছবি: সংগৃহীত

ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলা উইঙ্গার উইলিয়ানকে প্রাণের হুমকি দিয়েছেন এক সমর্থক। পুলিশের কাছে মামলা দায়ের করলে ২১ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে ব্রাজিল পুলিশ। খবর মার্কার।

ইংলিশ দল চেলসির হয়ে ইউরোপা লিগ ও ইংলিশ লিগ জিতেছেন উইলিয়ান। ফর্মের চূড়ান্তে থাকার সময় বার্সেলোনা দলে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু কথার বনিবনা না হওয়ার ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসে ফিরেছিলেন তিনি। কিন্তু ফর্মে ফিরতে পারছিলেন না। ২৭ ম্যাচ খেলে করেছেন মাত্র ১টি গোল।

তাইতো এক সমর্থক উইলিয়ানের উপর ক্ষুদ্ধ হয়ে বন্দুক ও ছুরির ছবি পাঠিয়ে প্রাণের ভয় দেখান। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো হুমকিতে ওই সমর্থক লেখেন- হয় ভালোবাসার জন্য খেল, নইলে প্রাণের ভয়ে খেল। এ বিষয়ে উইলিয়ান পুলিশের কাছে সাহায্য চাইলে তদন্ত করে ব্রাজিল পুলিশ।

আরও পড়ুন: আবারও বাতিল রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, প্রতিপক্ষের আইনজীবীকে ভর্ৎসনা

প্রসঙ্গত, ব্রাজিলের লিগে শীর্ষে আছে করিন্থিয়ানস। তবে সমর্থকরা এতেও সন্তুষ্ট নন। শুধু উইলিয়ানই না, করিন্থিয়ানসের অনেক খেলোয়াড়ই সমর্থকদের কাছ থেকে প্রাণের হুমকি পাচ্ছেন। পুলিশ সেগুলোরও তদন্ত শুরু করেছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply