২৬ জুন সকাল থেকে পদ্মাসেতুতে যান চলাচল শুরু

|

যান চলাচলের জন্য ২৬ জুন সকাল ৬টা থেকে উন্মুক্ত করে দেয়া হবে পদ্মাসেতু। এ সেতুতে ইলেক্ট্রনিক ও ম্যানুয়াল— দুই পদ্ধতিতে টোল দেয়া যাবে।

রোববার (১২ জুন) বিকেলে পদ্মাসেতু পরিদর্শনে গিয়ে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, পদ্মাসেতু নিমার্ণের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতো দেশপ্রেম যার, তার পক্ষেই শুধু পদ্মাসেতুর মতো সেতু তৈরি করা সম্ভব। সেটাই প্রমাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতো সমালোচনা হয়েছে, মনোবল আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এই সেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

এছাড়া, সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, যাদের ইলেকট্রনিক টোল কার্ড (ইটিসি) থাকবে তাদের জন্য পদ্মাসেতুতে ডেডিকেটেড লেইন থাকবে। ক্যাশ ও ক্রেডিট কার্ড দিয়ে টোল দেয়া যাবে। পর্যায়ক্রমে ইটিসির মাধ্যমে টোল নেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply