অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে হচ্ছে আইন

|

আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে শিগগিরই আইন প্রণয়ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অস্ত্রের ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়ে একমত পোষণ করেছেন মার্কিন সিনেটরদের একটি অংশ । খবর বিবিসি’র।

অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আইনি কাঠামো তৈরির বিষয়ে একমত হওয়া সিনেটররা ২১ বছরের কম বয়সীদের বন্দুক কেনা ও ব্যবহারে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন। এর পাশাপাশি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

গত ২৪ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহতের পর থেকেই আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়টি সামনে আসে। এছাড়া, এর আগেও বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে বহু মানুষের। বারবার বন্দুকধারীদের হামলার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রণয়নে তাগিদ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব দিয়েছেন সিনেটররা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply